বর্তমান সময়ে আপনাদের ডাচবাংলা মোবাইল ব্যাকিং অর্থাৎ DBBL Rocket একাউন্ট নেই এমন ব্যক্তি খুব কমই আছেন। আপনারা যারা ব্যাংক একাউন্ট নিয়ে সমস্যায় আছেন বা ভাবছেন ক্রেডিট কার্ড, Visa Card না থাকলে Youtube, Website এর মাধ্যমে কাজ করে Google Adsense এর নিকট থেকে টাকা উত্তোলন সম্ভব নয় তাহলে একেবারেই ভুল ধারনা। আপনি আপনার রোকেট মোবাইল ব্যাকিং এর মাধ্যমে Google Adsense থেকে টাকা উত্তোলন করতে পারেন। আর এজন্য Google Adsense থেকে টাকা উত্তোলনের জন্য আপনার DBBL Rocket একাউন্টি Google Adsense এর সাথে সংযুক্ত করতে হবে। এখন মনোযোগ দিয়ে নিচের প্রত্যেকটি পদক্ষেপ ভালো করে লক্ষ্য করুনঃ-
DBBL Rocket ব্যাংক একাউন্ট সম্পর্কে কিছু তথ্যঃ
আপনার যাদি ডাচ-বাংলা ব্যাংক একাউন্ট না থাকে তাহলে নিকটস্থ যে কোন ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট এর কাছ থেকে একাউন্ট টি খুলে ফেলুন। একাউন্টি খুলতে আপনার মোবাইল নং এবং শুধুমাত্র এক কপি NID অথবা জন্মনিবন্ধনের ফটোকপি ও দুই কপি ছবি প্রয়োজন। অনলাইনে আয় করতে চাইলে এখনই একটি ডাচ-বাংলা ব্যাংক একাউন্ট খুলে রাখুন। ডাচ-বাংলা ব্যাংক একাউন্ট খুলার পরে আপনার মোবাইল নম্বরের সাথে একটি আলাদা সংখ্যা যুক্ত হয়ে যাবে এই যুক্ত হওয়া নম্বর সহ আপনার মোবাইল নম্বরটি আপনার ডাচ-বাংলা ব্যাংক একাউন্ট নম্বর। উদাহরণঃ যেমন ধরুন এটি আপনার মোবাইল নম্বর 01732145687 এবং যুক্ত হওয়া সংখ্যাটি হল 5 তহলে আপনার একাউন্ট নম্বরটি হচ্ছে 017321456875. এই একাউন্টের মাধ্যমে আপনি অনলাইন ব্যাংক Payneer থেকেও টাকা উত্তোলন করতে পারবেন। এখন দেখবো কীভাবে Google Adsense একাউন্টের সাথে এই ডাচ-বাংলা ব্যাংক একাউন্টি সযুক্ত করা যায়।
প্রথম ধাপঃ
নিচের দেওয়া চিত্রটি লক্ষ্য করুন, সর্বপ্রথম আপনার Google Adsense একাউন্টটি Open করুন। Open হওয়ার পর নিচের চিত্রের মতো একটি Page দেখা যাবে।
robin
দ্বিতীয় ধাপঃ
নিচের চিত্রটি লক্ষ্য করুন, ডান সাইটে Balance লেখা বক্সে ডট চিহ্নটিতে ক্লিক করুন।
robin
তৃতীয় ধাপঃ
এখান থেকে আপনি নিচের চিত্রটি লক্ষ্য করুন এবং ADD PAYMENT METHOD বাটনে ক্লিক করুন।
robin
চতুর্থ ধাপঃ
এখন নিচের চিত্রটির মতো একটি Page Open হবে। এখানে নির্দেশিত চিত্রে Add new wire transfer details এই বাটনটি সিলেক্ট করে NEXT বাটনে ক্লিক করুন।
robin
পঞ্চম ধাপঃ
robin
এখন আপনার সামনে নিচে প্রদত্ত চিত্রের মতো এমন একটি ফরম Open হবে, যে ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা টি উত্তোলন করবেন তার তথ্য প্রেরণ করতে হবে। নিচের চিত্রটি লক্ষ্য করুন, প্রথম ঘরটি Optional এখানে কিছু লেখার প্রয়োজন নেই, তারপর ব্যাংকের নাম দিন ঠিক যেভাবে দেওয়া হয়েছে, এবার আপনার নাম লিখুন (যে নামে DBBL Rocket ব্যাংক একাউন্টটি খুলেছিলেন), এবার SWIFT কোডটি লিখাতে হবে।
SWIFT কোডটি কোথায় পাবেন?
এখানে আমি একটি সাইটের লিঙ্ক করে দিয়ে রেখেছি এখানে ক্লিক করে আপনি আপনার জেলার Swift কোডটি সংগ্রহ করুন। নিচের বাটনটিতে ক্লিক করুনঃ-
Swift কোডটি লেখার পর আপনার DBBL Rocket ব্যাংক একাউন্ট নম্বরটি লিখুন, একাউন্ট নম্বরটি দুইবার টাইপ করতে হবে। দেখুন লেখা আছে Account Number এবং Re-Type Account Number.
robin
সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ফরম পূরন করা শেষ হলে SEVE বাটনে ক্লিক করুন। আপনার একাউন্টটি যুক্ত হয়ে যাবে। নিচের চিতের মতো দেখাবে ঃ
robin
Google Adsense যে ভাবে আপনার পেমেন্ট দিয়ে থাকেঃ
প্রতি মাসের পহেলা তারিখে Google Adsense একাউন্টে আপনার ডলার যোগ হয়ে থাকে এবং ২৮ তারিখে Google Adsense থেকে আপনার ব্যাংক একাউন্টে টাকা যোগ করা হয়ে থাকে। মনে রাখবেন Google Adsense এর সাথে আপনার ব্যাংক একাউন্ট সংযুক্ত করার পর টাকা উত্তোলনের জন্য আর কিছুই করা লাগবে না। Google Adsense সরাসরি আপনার DBBL Rocket ব্যাংক একাউন্টে প্রাপ্তি টাকা পাঠিয়ে থাকে। তাই দূরচিন্তা করার কোন কারন নেই।

0 comments:

Post a Comment

 
Top
Top