Home
»
অচেনা মেয়ে
» বঙ্গবন্ধু...! আমি ভালোবাসি বাংলার মানুষ, ভালোবেসে দিতে চাই তাদের জ্ঞানের হুশ। তুমি বাংলাদেশকে ভালোবাস, বাংলার গান গেয়ে তুমি বুক খুলে হাস। বাংলাদেশকে তুমি যত ভালোবাসবে, বাংলার মানুষ তোমায় দেখতে ছুটে আসবে। বঙ্গবন্ধু যেদিন কন্ঠস্বরে দিল বাংলার ঘোষণা, সেদিন বুঝি পূরণ হল বাংলার মানুষের মনের বাসনা। বঙ্গবন্ধু চেয়েছিল বাঁধবে গরীব দুঃখীর বাসা, অকালে সন্ত্রাসীরা ভেঙ্গে দিল তার মনের আশা। বঙ্গবন্ধু তোমায় আমি এখনও ভালোবাসি, তোমার জন্য দোয়া করেন সকল দেশবাসী। #AHJ অচেনা মেয়ে
0 comments:
Post a Comment