বালিকা
তোমাকেই বলছি
- Doctor কে বিয়ে করো না
কারন, সে তোমায় সময় দিবে না, রোগী নিয়ে ব্যস্ত থাকবে!
- Engineer কে বিয়ে করনা,
কারন, সে প্রোজেক্ট নিয়ে ২৪ ঘন্টা ব্যস্ত থাকবে!
- Teacher কে বিয়ে করনা,
কারন, কিছু বছর পর এদের মাথা ঠিক থাকেনা! - Army কে বিয়ে করনা,
কারন, ওরা বউ কি তাই-ই বোঝে না! - Police কে বিয়ে করনা,
কারন, ওরা লোকের পাহাড়া দিবে, কিন্তু তোমার না!
- Business man কে বিয়ে করনা,
কারন, ওরা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবে তোমায় নিয়ে না!
- Politicians কে বিয়ে করনা,
কারন, এরা শুধু তোমায় মিথ্যা আশ্বাস দিবে! - ভাবছো, তাহলে বিয়ে করবে কাকে..? ____________________­_তার
সমাধান আছে!
.


.
.
.
- তুমি বিয়ে করবে আমার মত বেকারকে! যে তোমায় ভালোবাসা দিয়ে তোমার সব চাওয়া পূরণ করবে
যে তোমায় ছেড়ে কখন ও দূরে যাবে না! তোমার চোখে কখন ও পানি আসতে দিবে না, আর কখনো তোমাকে চোখের আড়াল করবে না....!
ইতি বেকার সমাজ থেকে, আমি তোমার বেকার প্রেমিক।

0 comments:

Post a Comment

 
Top
Top