বর্তমানে যে smarthpne গুলো বাজারে আসছে এগুলোর বেশীরভাগেই রয়েছে OTG Cable এর সুবিধা।
তাই আজকের পোস্টে আপনারা জানবেন ৩০-৫০ টাকা দামের OTG Cable বা OTG Adapter এর চমৎকার কিছু ব্যাবহার,যেগুলো বিভিন্য সময় আপনাদের বিভিন্য সুবিধা দিতে পারে।
আশা করছি সম্পুর্ন পোস্ট টি মনোযোগ দিয়ে পড়বেন।
OTG এর পূর্ণরুপ হল ON-The-Go , এই সুবিদাটির প্রথম সুত্রপাত হত ২০০১ সালে।
মোবাইল ডিবাইসে এই সুবিধাটি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী পায় অনেক গুলো বার্তি সুবিদা।
OTG Cable
Use of OTG cable
যেমন মোবাইল ডিবাইসে Pen Drive থেকে শুরু করে অনেকগুলো, বিভিন্য USB Interface সুবিধার ডিবাইস গুলো যুক্ত করা যায়।
আপনার Smart Phone টির Specifications দেখলেই বুঝতে পারবেন আপনার ফোনে OTG সুবিদা আছে কী না।
এছারাও প্লেস্টোর থেকে OTG Checker অ্যাপ ডাওনলোড করেও দেখতে পারবেন আপনার ফোনে OTG সুবিধা আছে কী না।
চলুন মূল বিষয়ে যাই–

১- External web camera by OTG Cable –

প্রতিটি স্মার্ট ফোনেই থাকে একাদিক ক্যামেরা তার পরেও অনেক সময় দরকার হতে পারে Extarnal Camera যুক্ত করার ,যেগুলোর জন্য আমাদের মাথায় আশে Computer এর কথা কিন্তু আপনার স্মার্ট ফোনটিতে OTG সুবিধা থাকে আপনি আপনার Smart phone দিয়ে যেকোন USB Camera ব্যবহার করতে পারেন বিশ্বাস না হলে, আপনার যদি একটা USB web Camera থাকে তাহলে Google Play store থেকে একটি External web camera app Download করে ট্রাই করে দেখতে পারেন।
External web camera by OTG Cable
using web cam by android otg
Computer বা অন্যন্য Gaming device এ ব্যবহার করা হয় এমন USB Cable সম্পন্ন Game controller / Joystick অথবা Game Pad দিয়েও OTG ক্ষমতা সম্পন্ন স্মার্টফোনে Gaming করতে পারেন যেটি আপনার android গেমিংয়ে দিয়ে এক অসধারন অবিজ্ঞতা।
Game Controller by OTG Cable

৩- Broadband Internet by OTG Cable :-

বন্দুরা আপনারা নিশ্চয় জানেন যে Brodband Internet সরাসরি ব্যবহার করার জন্য প্রয়োজন হয় rj45 port সম্পন্ন cable সংযোগের কিন্তু আপনি যদি চান এন্ড্রইড ডিভাইসে ব্রডব্যান্ড ব্যবহা করতে তাহলে কী হবে??হ্যা আপনি OTG ক্যাবল এর মাধ্যমে খুভ সহজেই এই কাজ টি করতে পারেন।
Broadband Internet by OTG Cable

৩- Use printer in android by OTG-Cable :-

আমরা Print করার জন্য ব্যবহার করে থাকী laptop বা desktop computer কিন্তু ধরুন এমন একটা অবস্থা তৈরী হল যে আপনার কোন একটা কাগজ দ্রুত প্রিন্ট করা দরকার কিন্তু আপনার সামনে কোন laptop বা desktop computer নেই ,এমন অবস্থায় আপনি আপনার হাথে থাকা এন্ড্রইড ফোনটি OTG Cable দিয়ে printer এ সংযোক্ত করে খুভ সহজেই আপনার কাগজ টি প্রিন্ট করে নিতে পারেন ।
Use printer in android by OTG Cable
print document by otg

৪- Use External Hard drive by OTG Cable :-

আপনি কী কখনো চিন্তা করেছেন যদি স্মার্ট ফোনে বিশাল ধারন ক্ষমতার স্টোরেজ ব্যবহার করা যায় তাহলে চলবে কী না?আমরা সাধারনত pen drive এর মত ছোটখাট ডিভাইস গুলো মাঝে মাঝে স্মার্টফোনে ব্যবহার করেথাকী।কিন্তু মজার ব্যপার হল আমি সর্বোচ্চ 1tb পর্যন্ত Extarnal Portable hard drive ব্যবহার করে দেখেছি এবং এটি খুভ ভাল ভাবে কাজ করেছে।তবে এক্ষেত্রে বেশী সস্তা কেবল ব্যবহার না করে ভাল মানের ক্যাবল ব্যবহার এর সাজেস্ট করছি।
Use External Hard drive by OTG Cable

৫- Transfer charge by otg:-

ধরাজাক আপনি কোথাও বেরাতে গেলেন এবং আপনার ফোনের চার্জ শেষ হয়ে গেল অথচ সেই সময়ে আপনার ফোনটি চালু করা খুভ জরুরি ,এরখম সময়ে আশে পাশে কোন সুবিধা করতে না পারলে একতি ট্যাকনিক জানা থাকলে আপনি আপনার ফোনটি চালু রাখতে পারবেন।আপ্নার সাথে থাকা ব্যক্তির ফোনে যদি যতেস্ট পরিমান চার্জ থাকে তাহলে আপনি OTG ক্যাবল এর মাধ্যমে আপনার ফোন কিছু চার্জ ট্রান্সফার করে নিতে পারেন।

৬- Use keyboard and mouse in android by OTG :-

আপনি যদি দ্রুত গতি সম্পন্ন ব্যবহারকারী হয়ে থাকে তাহলে বর্তমানের স্মার্টফোন গুলো আপনার সাথে মিলে যাবে।কিন্তু যারা দ্রুতগতিতে Computer অপারেট করেন তাদের জন্য ফোনের Touch screen ব্যবহার করে বিভিন্য কাজ করা বিরক্তিকর হতে পারে।
তাই তাদের জন্য OTG ক্যাবল বিশেষ ভাবে কাজ করবে।আপনি OTG ক্যাবল এর সাহাজ্যে আপনার স্মার্ট ফোনে Computer এর keyboard and mouse ববহার করে সকল কাজ করতে পারবেন।
বর্তমানে অনেক গুলো Electronics device বা Gadget রয়েছে যেগুলো এন্ড্রইড ডিভাইস এর মাধ্যমে ব্যবহার করা যায়।কম্পিউটার ছাড়াই শুধু মাত্র একটি OTG Cable এর মাধ্যমে ব্যবহার করা যায় ডিভাইস গুলো। যেমন একটি এন্ড্রইড ডিভাইস দিয়ে Canon DSLR ক্যামেরার সম্পুর্ন নিয়ন্ত্রন করা যায় DSLR Controllar অ্যাপ এর মাধ্যমে যার জন্য DSLR Camera টি OTG Cable এর মাধ্যমে এন্ড্রইড ডিভাইস এর সাথে সংযোক্ত করতে হয়।
বন্ধুরা এছাড়াও OTG Cable এর রয়েছে আরো নানা ব্যবহার ।সেগুলো জানতে চাইলে কমেন্ট করতে পারেন।
পোস্টি আজ এখানেই শেষ করব,আশা করছি আজকের পোস্টটি আপনাদের ভাল লেগেছে ,যদি তাই হয় তাহলে পোস্টে একটা লাইক দিবেন ,শেয়ার করবেন সোশ্যাল মিডিয়াতে, এবং যাওয়ার আগে একটা কমেন্ট করে যাবেন যেটি আমাকে অনুপ্রেরনা দেবে পরবর্তি পোস্ট লিখতে।
সবাই ভাল থাকুন,সুস্থ থাকুন এবং আমাদের এর সাথে থাকুন।


0 comments:

Post a Comment

 
Top
Top