আচ্ছা কখনো এমন যদি হয়. তুমি আছ আমি নেই, কি কি করবে তুমি?
আমি ভোরের শিশির হয়ে যদি কোনদিন হারিয়ে যাই
আমি এই পৃথিবী হতে যদি কোনদিন মুছে যাই||

তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে , চলে যাবে দূরে অন্য কোথাও...

কি করে ভাবলে তুমি যাবে আগে আমায় ছেড়ে
ব্যাথা ভরা শুন্যতায় আমি ভাসি অথৈ ঝড়ে||

নিঁকষ আঁধারে...

আমিও তোমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাব দূরে তোমার কাছে

তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে , চলে যাবে দূরে অন্য কোথাও...
আমিও তোমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাব দূরে তোমার কাছে...
তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে , চলে যাবে দূরে অন্য কোথাও...

0 comments:

Post a Comment

 
Top
Top