Airtel & Robi সিমে ২ টাকায় ১০৮ মিনিট নিন আনলিমিটেড বার! এবার কথা হবে প্রান খুলে!
আসসালামু আলাইকুম
আমরা আসলে রবির আড্ডাবাজি মিনিট কিনবো + সাথে প্রতিবার ১০০ মিনিট করে বোনাস নিবো।
মোট কথায় ২ টাকায় ৮ মিনিট আর বোনাস ১০০ মিনিট মোট ৮+১০০=১০৮
আরো ক্লিয়ার করে দেই এই মিনিট দিয়ে আপনি রবি টু রবি বা রবি টু এয়ারটেল সিমে কল দিতে পারবেন!
তবে আরেকটা শর্ত আছে যে সিম দিয়ে কল দিবেন + যে সিমে কল দিবেন উভয় সিমেই রবি আড্ডাবাজি সার্ভিস টি চালু করতে হবে!
তো আমি একটা সিমে সার্ভিস টি অন করার সিস্টেম দেখাচ্ছি আপনারা একই নিয়মে উভয় সিমে সার্ভিস টি অন করে নিবেন।
প্রথমে রবি বা এয়ারটেল সিম থেকে 2828 নাম্বারে কল দিন তখন 4 টা অফারের কথা বলবে।
তো ওখানে আমরা 4 চাপবো এবং কনফার্ম করার জন্য ৯ চাপতে হবে।
তাহলে তারা 2 টাকা কেটে নিম্নের মত দুইটা ম্যাসেজ দিবে
এর পর আপনাকে প্রোফাইল কমপ্লিট করতে বলবে তো কমপ্লিট করবেন।
প্রথমে মেল হলে ১ চাপবেন আর ফিমেল হলে ২ চাপবেন।
তারপর আপনার বয়স অনুযায়ী ১ বা ২ চাপবেন।
তারপর ভয়েজ রেকর্ড রেকড করতে বলবে আপনি ২ চাপবেন এবং কিছুক্ষণ পর বিপ দিবে আপনি Hi বলে # চাপবেন।
এবার ১ চেপে কনফার্ম করুন।
একাউন্ট কমপ্লিট
এবার ১০০ মিনিট ফ্রি নেওয়ার পালা!
*9# ডায়াল করুন আড্ডাবাজি সার্ভিস টি আন সাস্ক্রাইব হয়ে যাবে। এবং নিচের মত ম্যাসেজ আসবে।
আবার আগের নিময়ে 2828 ডায়াল করে
2 টাকা দিয়ে 8 মিনিট কিনুন অর্থাৎ 4 চাপুন তারপর 9 চাপুন। মেয়াদ হবে একদিন এবং মিনিট হবে ১০০+৮=১০৮
এবং নিচের স্ক্রিনশটের মত আসবে।
এখানে আপনারা ৫ টাকা দিয়ে ২৫ মিনিট কিনলে মেয়াদ হবে ৫ দিন আর মিনিট হবে ১০০+২৫= ১২৫
এখানে আপনারা ১৪ টাকা দিয়ে ৭৫ মিনিট কিনলে মেয়াদ হবে ১৪ দিন আর মিনিট হবে ১০০+৭৫= ১৭৫
এখানে আপনারা ২৮ টাকা দিয়ে ১৫০ মিনিট কিনলে মেয়াদ হবে ৩০ দিন আর মিনিট হবে ১০০+১৫০= ২৫০
[ভ্যাট কাটবে প্রতি ক্ষেত্রে]
মনে রাখবেন প্রথমে সার্ভিস টি অন করার সময় ২ টাকা দিয়ে ৮ মিনিট কিনবেন।
তারপর *৯# ডায়াল করে পরে আপনি যত মিনিট কিনবেন সেই মিনিটের সাথে ১০০ মিনিট বোনাস যোগ হবে।
যেভাবে কল দিবেন
রবি আড্ডাবাজি সার্ভিস টি অন করলে আমাদের ম্যাসেজে একটা আইডি দিবে।
নিচের স্ক্রিনশটে আইডি দেখানো হল।
আপনি যাকে কল দিবেন তারও তো এই রবি আড্ডাবাজি সার্ভিস টা অবশ্যই চালু করতে হবে এবং তারও একটা আইডি থাকবে আপনি তার আইডিটা নিন এবং আইডির সামনে 2828 সংযুক্ত করে করে কল দিন।
যেমন তার আইডি যদি 104370937 হয় তাহলে আপনি তাকে কল দেওয়ার জন্য 2828104370937 ডায়াল করে কল দিন!
এবার কথা বলুন প্রান খুলে।
পোস্টটি ভাল লাগলে লাইক কমেন্ট করুন।😊
আর একান্ত না বুঝলে কমেন্ট করুন।।।
আর আমাদের সাথেই থাকুন নতুন সব আপডেট পেতে।।।।।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment